প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২১, ২০২৫ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাফেজ মো: আবুল কাশেম মন্ডল। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন। ২ জানুয়ারী বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত ৯৯ তম সিন্ডিকেটের সভায় ডিগ্রির বিষয়টি অনুমোদিত হয়। তার গবেষনার বিষয় ছিলো ” ইসলামী দৃষ্টিকোণ থেকে শিশুর মানস গঠনে সামাজিক পরিবেশের প্রভাব”। বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল অদুদ এর তত্ত¡াবধনে তিনি এই ডিগ্রি অর্জন করেন।
হাফিজ মো: আবুল কাশেম মন্ডল ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের মরহুম ইব্রাহিম মন্ডলের ছেলে। তিনি ১৯৭৩ সালে জন্মগগ্রহন করেন। সাত ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ১৯৮২ সালে তিনি পবিত্র কোরআন শরীফ এর হেফজ সমাপ্ত করেন। ২০০২ সালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসা থেকে হাদিস বিষয়ে কামিল, ২০১০ সালে অনার্স, ২০১১ সালে মার্স্টাস পাশ করেন। এদিকে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ইসলামি বিশ্ববিদ্যালয় (কুষ্টয়া) থেকে ২০১৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। এ সকল সফলতার জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং মা-বাবা, ভাই, বোন, শিক্ষক-শিক্ষিকাসহ তাঁর সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।