প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২০, ২০২৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির দরিদ্র কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় রেড ক্রিসেন্ট ইউনিট গফরগাঁও সরকারি কলেজের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কম্বল বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ উপস্থিত থেকে কলেজটির দরিদ্র কর্মচারীদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মহীউদ্দীন মিঞা, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সহযোগী অধ্যাপক কাজী জাকিয়া ফেরদৌসী, ড. শিহাব উদ্দিন,
মোঃ নাজমুল হুদাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমূখ।
শীতে কম্বল পেয়ে অসহায় ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
####