প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৯, ২০২৫ সময়ঃ ৮:১৭ অপরাহ্ণ

Spread the love
ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রক্ত চুরির সময় দুজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যাগ চুরির সময় তাদের গ্রেফতার করা হয়।

রোববার(১৯ জানুয়ারি ) দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি গ্রামের আবদুর রহমান খানের ছেলে মো. নাঈম খান পাঠান (৩৮) ও ময়মনসিংহ সদরের আকুয়া মোড়ল বাড়ি এলাকার মিন্টু চন্দ্র দের ছেলে তুষার চন্দ্র দে ওরফে মো. আবদুল্লাহ (২২)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সেলিম মিয়া বাদী হয়ে শনিবার রাতে তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ব্লাড ব্যাংক থেকে শনিবার বিকাল সোয়া ৫টার দিকে কৌশলে এক ব্যাগ রক্ত চুরি করে নিয়ে যাওয়ার সময় ব্লাড ব্যাংকে কর্মরত সদস্যরা দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে রক্তসহ তাদেরকে থানায় নিয়ে যায়।

ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, তারা দীর্ঘদিন ধরে রক্ত চুরি করে আসছিল। এ চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত। তাদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com