প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৯, ২০২৫ সময়ঃ ৭:১৯ অপরাহ্ণ

Spread the love

মৌলভীবাজার প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউপি মাজেরগাঁও গ্রামে ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমানের মালিকানাধীন ফার্মে কাজ করতে হলে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা, মৌলভীবাজার শাহ মোকাদ্দির হুসেন দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমল গ্রহনকারী মৌলভীবাজার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মানীত ও নিরপেক্ষ ৭জন স্বাক্ষীকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার পারিপার্শ্বকতায় প্রাপ্ত অপরাধ বিশ্লেষনে, তদন্ত প্রতিবেদনে পিবিআই বলছে- ফ্রান্স প্রবাসী মোঃ হাফিজুর রহমান ষাড়েরগজ মৌজায় বাউন্ডারী ওয়াল দিয়ে ফার্মের কাজ শুরু করেন। ফার্মের দায়িত্ব প্রদান করা হয় তার ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর আলীকে। ফার্মে শ্রমিকরা কাজ করতে গেলে চিরিগাঁও এলাকার জিতু মিয়ার পুত্র শেখ জসিম উদ্দিন (৩৫) বাঁধা সৃষ্টি করেন। এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন। সংবাদ প্রাপ্ত হয়ে ফ্রান্স প্রবাসী মোঃ হাফিজুর রহমান গত ০৬/০৮/২০২৪ইং, বাংলাদেশে আসেন। বিগত ২৪/০৮/২০২৪ইং বিকালে ফার্মের কাজের জন্য ট্রাক দিয়ে ইট (ব্রিকস) নিয়ে আসলে একই ভাবে শেখ জসিম উদ্দিনগংরা বাঁধা সৃষ্টি করে ফ্রান্স প্রবাসীকে অশ্রীল ভাষায় গালি দিয়ে বলেন- এই এলাকায় কাজ করতে হলে দুই লক্ষ টাকা দিতে হবে না দিলে কোন কাজ করতে পারবেন না। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান বাদী হয়ে শেখ জসিম উদ্দিন (৩৫), শেখ ওয়াসিম উদ্দিন (৩০), শেখ কবির উদ্দিন (৪০)সহ অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার ( সিআর- মোকদ্দমা নং- ৩৭৩/২০২৪ইং ( শ্রীঃ) দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য পিবিআই, মৌলভীবাজার-কে নির্দেশ প্রদান করেন। এ মামলার প্রতিবেদন গ্রহনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। তদন্ত প্রতিবেদনে আরো জানা গেছে- শেখ জসিম উদ্দিন এর বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ ( শ্রীঃ), নির্বাহী ম্যাজিঃ আদালতে মামলা নং- ৩২০/২৪ ( শ্রীঃ), সাইবার মামলা নং- ২৪২/২৪সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শেখ জসিম উদ্দিন বলেন- আমি রাজনীতির সাথে জড়িত। জেলার অনেক নেতা আমার বিষয়ে অবগত রয়েছেন। ফার্মের পাশেই আমার বাড়ী। আমি অবৈধ কিছু বিষয়ে প্রতিবাদ করার কারণে আমার উপর চাঁদাবাজির মামলা করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান,  চাঁদাবাজি করলে তার প্রমান দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা, মৌলভীবাজার শাহ মোকাদ্দির হুসেন বলেন, মামলাটির তদন্তভার গ্রহনের পর প্রকাশ্য ও গোপনে প্রাপ্ত তথ্যেও আলোকে শেখ জসিম উদ্দিন-এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ফ্রান্স প্রবাসীর ফার্মে ট্রাক আটকিয়ে টাকাদাবী, হুমকিসহ অন্যান্য বিষয় সত্য প্রমানিত হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com