প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৮, ২০২৫ সময়ঃ ৯:০১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ‘বন্ধুত্বের বন্ধন গফরগাঁও’ এসএসসি ব্যাচ-৯৫ এর ৩০ বছর পূতি উপলক্ষে শিক্ষার্থীদের এক মহা মিলন মেলা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার আনন্দ র্যালি, আলাপচারিতা, স্মৃতিচারণ, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হৈ-হুল্লোড়ের মধ্যদিয়ে এ আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে দিনব্যাপী গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
স্বাগত বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রায়হান ফেরদৌস বলেন, ‘৩০ বছর পর আমরা একত্রিত হতে পেরেছি, এটাই আনন্দ। আমরা স্কুল জীবন শেষে প্রত্যেকে কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ি। দীর্ঘ সময় আমরা দূরে ছিলাম। এখন সবাই ব্যবসা ও চাকরি জীবনে শৈশব-কৈশরের চলা বন্ধুদের কথা প্রায়ই মনে পড়ে। তাদেরকে ভুলা যায় না। এজন্য আমরা বন্ধুদের টানে মিলিত হয়েছি।’
অনুষ্ঠানের একপর্যায়ে বন্ধুরা স্কুল জীবনের ফেলে আসা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। মোঃ রুহুল আমিন রুবেল, মোঃ সাদি, মোঃ নজরুল, মোঃ হাবিবুল্লাহ ও মোঃ আনিস
বলেন, ‘দীর্ঘ সময় পর আমরা একসাথে মিলিত হতে পেরে খুবই উচ্ছ্বসিত মনে হচ্ছে। এভাবেই সৃষ্টিকর্তা যেন আমাদের একত্রিত করে দেন।’ তবে আজকের দিনটার কথা স্মরণীয় হয়ে থাকবে। এ সময় ব্যাচ-৯৫ বন্ধুদের সাথে তাদের স্ত্রী, ছেলে- মেয়েরা উপস্থিত ছিলেন।
####