প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৮, ২০২৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ

Spread the love

ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দায় বাসের ধাক্কায় অটোরিক্সার চার যাত্রীর গুরুতর আহত হবার ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে তারাকান্দা দক্ষিণ বাজার
ব্রিজের কাছে মাছের পাইকারী আড়ৎ এর সামনে ময়মনসিংহ-হালূয়াঘাট আঞ্চলিক সড়কের এ ঘটনা ঘটে।

জানা গেছে,ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী শ্যামলী পরিবহণের একটি বাস উল্টো পথে গিয়ে মাছের আড়তের সামনে দাড়িয়ে থাকা একটি তিনচাকার মিশু গাড়ীকে ধাক্কা দেয়। এতে মিশু গাড়ীটির আজ্ঞাতনামা চালক গুরুতর আহত হন। এরপর বাসটি আরও একটি দাড়িয়ে থাকা অটোরিক্সাকে ধাক্কা দেয় । এতে অটোরিক্সাটিতে থাকা ২ শ্রমিক আহত হন। তারা হলেন-তারাকান্দা দক্ষিণ বাজার এলাকার কদম আলীর পুত্র আকরাম হোসেন(৩০) ও মো. রফিক মিয়া(২৮)।এছাড়াও আরও আহত হন লেডু মিয়া(৫০)।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল জানান,রং সাইডে এসে শ্যামলী পরিবহণের বাসটি একই সাথে মিশু এবং একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়।এতে মিশুটির চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।এদিকে অপরাপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠানো হয়েছে।এই ঘটনায় বাসটিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। বাসটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com