প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৬, ২০২৫ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অ্যাডামস স্টাইল নামে একটি কারখানার শ্রমিকরা। বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় ওই অবরোধটি করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের তাড়িয়ে দেয়। এতে অন্তত ২০ শ্রমিক ও শিল্পপুলিশের কয়েকজন সদস্য আহত হন।
শ্রমিকরা জানান, উপজেলার ছোট কাশর গ্রামে অবস্থিত অ্যাডামস স্টাইল নামে কারখানায় তারা প্রায় চারশতাধিক শ্রমিক কর্মরত আছেন। ১৫ জানুয়ারী তাদেরকে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন দেয়ার কথা ছিলো কিন্তু ডিউটি শেষে তারা জানতে পারেন বেতন দেয়া হবেনা। তাই তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন এবং অবশেষে মহাসড়কে নেমে আসেন। শ্রমিকরা আরো জানান, এর আগেও কারখানা কর্তৃপক্ষ বেতন নিয়ে বেশ কয়েকবার তারিখ করেছেন। খবর পেয়ে থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য শ্রমিকদের বার বার অনুরোধ করলেও তারা তাদের দাবি আদায়ের লক্ষে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে সন্ধ্যে সাড়ে ৭ টার সময় শ্রমকিদের উপর পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ শ্রমিক ও শিল্পপুলিশের কয়েকজন সদস্য আহত হন। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে বিধি অনুযায়ী তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
নির্বাহী অফিসার হাসান আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, বুধবার শ্রমিকদের দু’মাসের বকেয়া বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত মালিক পক্ষ তাদের মোবাইল বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানার ভেতর কিছুটা ভাঙচুরও করেন। যেহেতু মালিক পক্ষ আসছেন না, তাই তাদের বিরুদ্ধে ফৌজধারী মামলা দিয়ে গ্রেফতারা করে এনে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেলে পৌনে তিনটা) মামলাটি প্রক্রিয়াধিন রয়েছে বলে তিনি জানান।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, বকেয়া বেতনের দাবিতে অ্যাডামস স্টাইল কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। বুধবার (১৫ জানুয়ারী) বকেয়া বেতন দেয়ার কথা ছিলো কিন্তু বেতন না দেয়ার বিষয়ে শ্রমিকদের জানানো হলে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। পরে দীর্ঘক্ষন মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় একটু কঠিন হয়ে শ্রমিকদের তাড়ানো হয়। ###

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অ্যাডামস স্টাইল নামে একটি কারখানার শ্রমিকরা। বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় ওই অবরোধটি করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে শ্রমিকদের তাড়িয়ে দেয়। এতে অন্তত ২০ শ্রমিক ও শিল্পপুলিশের কয়েকজন সদস্য আহত হন।
শ্রমিকরা জানান, উপজেলার ছোট কাশর গ্রামে অবস্থিত অ্যাডামস স্টাইল নামে কারখানায় তারা প্রায় চারশতাধিক শ্রমিক কর্মরত আছেন। ১৫ জানুয়ারী তাদেরকে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন দেয়ার কথা ছিলো কিন্তু ডিউটি শেষে তারা জানতে পারেন বেতন দেয়া হবেনা। তাই তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন এবং অবশেষে মহাসড়কে নেমে আসেন। শ্রমিকরা আরো জানান, এর আগেও কারখানা কর্তৃপক্ষ বেতন নিয়ে বেশ কয়েকবার তারিখ করেছেন। খবর পেয়ে থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য শ্রমিকদের বার বার অনুরোধ করলেও তারা তাদের দাবি আদায়ের লক্ষে মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে সন্ধ্যে সাড়ে ৭ টার সময় শ্রমকিদের উপর পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ শ্রমিক ও শিল্পপুলিশের কয়েকজন সদস্য আহত হন। এদিকে অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে বিধি অনুযায়ী তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।
নির্বাহী অফিসার হাসান আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, বুধবার শ্রমিকদের দু’মাসের বকেয়া বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত মালিক পক্ষ তাদের মোবাইল বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানার ভেতর কিছুটা ভাঙচুরও করেন। যেহেতু মালিক পক্ষ আসছেন না, তাই তাদের বিরুদ্ধে ফৌজধারী মামলা দিয়ে গ্রেফতারা করে এনে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেলে পৌনে তিনটা) মামলাটি প্রক্রিয়াধিন রয়েছে বলে তিনি জানান।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, বকেয়া বেতনের দাবিতে অ্যাডামস স্টাইল কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। বুধবার (১৫ জানুয়ারী) বকেয়া বেতন দেয়ার কথা ছিলো কিন্তু বেতন না দেয়ার বিষয়ে শ্রমিকদের জানানো হলে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। পরে দীর্ঘক্ষন মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় একটু কঠিন হয়ে শ্রমিকদের তাড়ানো হয়। ###
মোট পড়া হয়েছে: ১১৭
সর্বশেষ খবর
পূরনো খবর

শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২ | ৯ | ৩০ |