প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৬, ২০২৫ সময়ঃ ৫:২৮ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।

পীরে কামেল মরহুম হযরত মাওলানা জাহেদুল হক (র:) ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামে বাঙ্গালী সুন্নী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে হাকিমুল উম্মা আশরাফ আলী থানবী (র:)এর কাছ থেকে পড়াশোনা শেষ করেন,  পরবর্তীতে আধ্যাত্নিক ধর্ম সাধক পীরে কামেল কেরামত আলী জয়নপুরী (র:) এর কাছ থেকে খেলাফত গ্রহন করেন।  উল্লেখ্য যে উনার সাথে একই সময়ে খেলাফত গ্রহণ করেন ময়মনসিংহ বড় মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা ফয়জুর রহমান (র:) , তারাকান্দা পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হেলিম (র:) এবং পাঁচবাগী পীরে কামেল মরহুম হযরত মাওলানা শামছুল হুদা (র:)। দেওবন্দ মাদ্রাসা থেকে তিনি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে সুনাম অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ভারত থেকে নিজ গ্রাম কংশেরকুলে চলে আসেন। তৎকালীন ধর্ম সম্পর্কে অনগ্রসর ও অজ্ঞ নিজ গ্রাম থেকে শুরু করে পাশ্ববর্তী গ্রাম, উপজেলা এবং জেলা পর্যায়ে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে লোকজন উনার কাছে আসতেন ইসলামের জ্ঞান অর্জনের জন্য। সংসার জীবনে উনার ২ ছেলে ছিলো মরহুম হযরত মাওলানা মোস্তুফা কামাল (র:) যিনি ছিলেন একজন আপোষহীন ধর্ম প্রচারক সারা বছর তিনি বিভিন্ন একলাকায় ঘুরে ঘুরে মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন। মরহুম হযরত মাওলানা আবু বকর ছিদ্দিক (র:) যিনি উনার পিতার ইন্তেকালের পর থেকে উনার মৃত্যুর আগ পর্যন্ত মরহুম হযরত মাওলানা জাহেদুল হক (র:) প্রতিষ্ঠিত কংশেরকুল দরবার শরীফের ইমাম ও খতিব ছিলেন। মরহুম হযরত মাওলানা জাহেদুল (র:) উনার জীবদশায় উনার ছেলেদেরকে নিয়ে প্রতি ৩ বছর অন্তর অন্তর বিশাল এক মকবোলে মোনাজাতের আয়োজন করতেন যা ’বড় দোয়া’ নামে পরিচিত। উল্লেখ্য যে এই ”বড় দোয়ায়’ অংশগ্রহণ করার জন্য প্রায় লক্ষাধিক আশেকান ধর্মপ্রাণ মুসলমানেরা  বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। তারই ধারাবাহিকতায় উনার নাতিনদের তত্বাবধায়নে দরবারটি বর্তমানে সু-শৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে এবং আগামী ১৮ জানুয়ারী শনিবার বাদ যহুর ’বড় দোয়ার’ আয়োজন করা হয়েছে।

উক্ত মকবুলে মুনাজাত ’বড় দোয়ায়’ সকলকে দরবার শরীফের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com