প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৫, ২০২৫ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ

Spread the love
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এডামস ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা। বুধবার (১৫ জানুয়ারী) বিকেলে উপজেলার কাশর এলাকায় তারা মহাসড়কটি অবরোধ করেন। এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এ রিাপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭ টা) শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিলো।
শ্রমিকরা জানান, এডামস ফ্যাশন নামে কারখানায় তার প্রায় চারশতাধিক শ্রমিক কর্মরত আছেন। তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। ১৫ জানুয়ারী তাদেরকে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন দেয়ার কথা ছিলো কিন্তু ডিউটি শেষে তারা জানতে পারেন আজও (১৫ জানুয়ারী) বেতন দেয়া হবেনা। তাই তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন এবং অবশেষে মহাসড়কে নেমে আসেন। শ্রমিকরা আরো জানান, এর আগেও কারখানা কর্তৃপক্ষ বেতন নিয়ে বেশ কয়েকবার তালবাহানা করেছেন। থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য শ্রমিকদের বার বার অনুরোধ করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭ টা) শ্রমিকরা মহাসড়কেই অবস্থান করছিলো।
এদিকে অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার শত শত যানবাহনসহ বিভিন্ন গাড়ির যাত্রীরা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে।
ময়মনসিংহ শিল্পজোন ৫ এর পুলিশ সুপার (এসপি) আব্দুল্ল্যাহ আল মাহমুদ জানান, বকেয়া বেতনের দাবিতে এডামস কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। বুধবার (১৫ জানুয়ারী) বকেয়া বেতন দেয়ার কথা ছিলো কিন্তু বেতন না দেয়ার বিষয়ে শ্রমিকদের জানানো হলে শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। ##

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com