প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৫, ২০২৫ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌর শাখার জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী স্থানীয় কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ইয়াসমিন পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিরা ইয়াসমিন রিতার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী মহিলা দল দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কর্মী সম্মেলনের মাধ্যমে দল আরও সংগঠিত হবে এবং নারী নেতৃত্ব আরও সুদৃঢ় হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ মহিলা দলের সহ-সভাপতি শিরীন আক্তার, যুগ্ম সম্পাদক রাশিদা সুলতানা, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ ফজলুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমি প্রমুখ। সম্মেলনে গফরগাঁও পৌর ও ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের হাজারো কর্মী উপস্থিত ছিলেন।
##