প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৪, ২০২৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা শুরু হয়।
কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর কাজী ফারুক আহাম্মদ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ ছাত্র- ছাত্রীদেরকে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে ছাত্র- ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অংশ গ্রহণ করে।
ক্রীড়ানুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com