প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১২, ২০২৫ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় এক কৃষকের প্রায় দুই লাখ টাকা মূল্যের দুইটি গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল। গত শনিবার (১১ জানুয়ারী) রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব (বয়টাপাড়া) গ্রামে গরু চুরির ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গরুর মলিক নাহিদ হাসান বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব (বয়টাপাড়া) গ্রামের আবেদ আলী শেখের ছেলে নাহিদ হাসান বসত ঘরের পাশে গোয়াল ঘরে ৪ টি গরু লালন-পালন করে আসছিলেন। ঘটনার রাত সাড়ে এগারোটার দিকে তিনি গরু দেখবাল করে নিজের ঘরে ঘুমাতে যান। পরে, রাত সাড়ে তিনটার দিকে প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে দেখেন গোয়াল ঘরে কোন গরু নেই। পরে খোঁজাখুঁজি করে দেখেন বাড়ির অদূরে মেদুয়রী-মল্লিকবাড়ি সড়কে তার গরুগুলো পিকআপে তুলা হচ্ছে। ওই সময় ডাক চিৎকার করলে চোরেরদল দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে এবং খুন জখমের হুমকী দিয়ে দুইটি গরু নিয়ে পালিয়ে যায়। ###
মোট পড়া হয়েছে: ১৪০