প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১১, ২০২৫ সময়ঃ ৮:৩৯ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বন্ধুর ছুরিকাঘাতে আহত এস এম সাআদাত হোসেন জয় (১৯) নামে অপর এক বন্ধুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়ের মৃত্যু হয়। ঘটনাটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালীর চাইরবাড়ীয়া ফাজিল মাদ্রাসার সংলগ্ন রাস্তায় ঘটে।
নিহত জয় গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামের মোঃ আওলাদ হোসেন শেখের ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। আর নিহত জয়ের বন্ধু ছুরিকাঘাতকারী সাব্বির মিয়া (২৫) পাশ্ববর্তী লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
গতকাল শনিবার (১১ জানুয়ারী) বিকেলে পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, গত ৮ জানুয়ারি, বুধবার রাতে সাব্বির মশাখালী বাজার এলাকায় মাদ্রাসার পিছনে রাস্তায় উপর বন্ধু জয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে বন্ধু জয়কে সাব্বির ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়ের স্বজনরা এসে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জয় মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পাগলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নিহত জয়ের মামা সোহাদ মিয়া বলেন, আমার ভাগ্নে জয়কে কেন হত্যা করা হয়েছে জানি না। আশা করি পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।
পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com