প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৮, ২০২৫ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ময়মনসিংহ অফিস প্রধান, মাইটিভি জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। ভালুকা প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব কনফারেন্স রুমে সংবর্ধনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি এমএ মালেক খান উজ্জ্বল, সাবেক সভাপতি মাইন উদ্দিন, কামরুল হাসান পাঠান কামাল, সেক্রেটারী আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, সহ সভাপতি আতাউর রহমান তরফদার, সাবেক সেক্রেটারী ফিরোজ খান, জহিরুল ইসলাম জুয়েল, মোবাশ্যারুল ইসলাম সবুজ, রফিকুল ইসলাম হিরন ও অ্যাডভোকেট জামান প্রমুখ। উল্লেখ্য, গত ২ জানুয়ারি নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।