প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৬, ২০২৫ সময়ঃ ৮:৩১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় আবুল কালাম আজাদ (৫০) নামে এক শিক্ষানবিশ আইজীবির উপর হামলার ঘটনায় দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। হামলার শিকার ওই আইনজীবী বাদি হয়ে ময়মনসিংহ দ্রুত বিচার অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি (নম্বর ১/ তারিখ,৫/০১/২০২৫) করেন। মামলায় আঃ ছবুর (৫৮), হাবিবুর রহমান হাবুল (৬০), জামরুল হাসান রিপন (৩১), রামিম (২৩), শাহ জাহান (৫৮), বকুল মিয়া (৪৮) ও সাঈদসহ (২৫) অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার বিবরনে প্রকাশ, উপজেলার হাতিবেড় গ্রামের মোঃ হাকিম উদ্দিন আকন্দের ছেলে শিক্ষানবিশ আইনজিবী আবুল কালাম আজাদ গত ২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে তার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে অটোরিকশায় করে ভাগ্নির বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। কিছুটা যাওয়ার পর শাহাব উদ্দিন মার্কেটের সামনে পৌঁছলে উল্লেখিত আসামীরাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন লোক পথ রোধ করে এবং দেশিয় অস্ত্রসস্ত্র দিয়ে ত্রাস সৃষ্টির পর আবুল কালাম আজাদকে অটোরিকশা থেকে নামিয়ে লাঠিসোটা দিয়ে এ্যালোপাথারী ভাবে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি ইট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এক পর্যায়ে আবুল কালাম আজাদকে ওই দোকোনের বারান্দার খুঁটিতে রশি দিয়া হামলাকারীরা বেঁধে রাখে। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশের ভয়ে আবুল কালাম আজাদকে ছেড়ে দেয় হামলাকারীরা। ওই সময় বিয়ে বাড়ি নিয়ে যাওয়া জন্য সাথে থাকা দুইটি স্বর্ণের আংটি ৬ টি শাড়ি ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।