প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৫, ২০২৫ সময়ঃ ৪:৪১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৫ জানুয়ারি) দুপুরে পৌরশহরের জামতলা মোড়ে এলডিপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপজেলা এলডিপির সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মনির খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা এলডিপির সম্মানিত সদস্য এডভোকেট আবু রিজভী আল হোসাইনী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, সহ দপ্তর সম্পাদক শামছুল হক মাষ্টার ও মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার প্রমুখ।
সভায় এলডিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করেন বক্তারা।
####