প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৪, ২০২৫ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এতিমখানার শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে সরকার প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় এতিমখানা গিয়ে এবং গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিতরণকালে তিনি বলেন, এই শীতে এতিমখানায় ছোট্ট ছোট্ট শিশু এবং গ্রামাঞ্চলে ছিন্নমূল ও অসহায় মানুষ মানবেতর জীবন-যাপন করছেন।
####