প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৪, ২০২৫ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ

Spread the love
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় নজরুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে কারখানা শ্রমিকের স্ত্রীর সাথে যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার চান্দাব গ্রামে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার চান্দাব গ্রামের নুরুল হক মল্লিকের ছেলে কারখানা শ্রমিক সোহাগ মল্লিকের সাথে ২০০৯ সালে কুল্লাব গ্রামের আব্দুল কাদেরের মেয়ে আলপনা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে সিন্থিয়া (১৪) ও আরিয়ান মাহমুদ (৮) নামে দুই সন্তান রয়েছে।
অভিযোগকারী সোহাগ মল্লিক জানান, কারখানায় চাকরীর সুবাদে তিনি উপজেলার মাষ্টারবাড়িতে বেশির ভাগ সময় থাকতে হয়েছে। ওই সুযোগে তার স্ত্রী আলপনার সাথে কুল্লাব গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জামিরাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং তারা প্রায়ই অসামাজিক কাজ করে থাকেন। বিষযটি টের পেয়ে তিনি তার স্ত্রীকে সাবধান করেন। কিন্তু স্ত্রী আলপনা আক্তার কথা না শুনে থানায় উল্টো তার বিরুদ্ধে অভিযোগ করেন। পরে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায়নি। এ নিয়ে তাদের পারিবারিক বিরোধ শুরু হলে তিনি ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় তার স্ত্রী আলপনা আক্তার ও অভিযুক্ত নজরুল ইসলামসহ ৬ জনকে বিবাদী করা হয়। এদিকে গত ২৮ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে নজরুল ইসলাম মাষ্টার তার স্ত্রী আলপনা আক্তারকে মুঠোফোনে ডেকে তার গ্রামের খালি বাড়িতে নিয়ে যান এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আশেপাশের লোকজন টের পেয়ে তার স্ত্রীসহ নজরুল মাষ্টারকে বাহির থেকে দরজা বন্ধ অবস্থায় আটক করে রাখেন। পরে এলাকার কিছু লোকের সহযোগীতায় সে ঘটনাটি তাৎক্ষনিক ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ ব্যাপারে তিনি ৩০ ডিসেম্বর ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ (নম্বর ৫৯) দায়ের করেন।
সোহাগ মল্লিক আরো জানান, থানায় লিখিত অভিযোগ দেয়ার পর থেকে নজরুল ইসলাম ও তার লোকজন তাকে বিভিন্ন পন্থায় হুমকী দিয়ে আসছেন। এই বলে হুমকী দিচ্ছেন যে, নজরুল ইসলাম রাজনৈতিকভাবে খুবই প্রভাবশলী। তার বিরুদ্ধে লাগলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হবে বলেও হুমকী দেয়া হয়।
এ ব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলামের মুঠোফোনে কথা বললে তিনি জানান, তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। তিনি ওই বিষয়ে থানায় ডায়েরী করেছেন।
মুঠোফোনে লিখিত অভিযোগের তদন্তকারী অফিসার ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হকের এই বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উল্টো প্রশ্ন করেন, আপনি কোন পক্ষের?
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, আভিযোগের বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com