প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২, ২০২৫ সময়ঃ ৮:২৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসা ও মসজিদ পরিদর্শন করেন ঢাকার বিশিষ্ট আলেমদের একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে উক্ত মাদরাসা ও মসজিদ পরিদর্শনকালে ৪ সদস্য বিশিষ্ট আলেমদের প্রতিনিধি দল যথাক্রমে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ (ঢাকা বিভাগ- উত্তর) এর সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা আব্দুল্লাহ আল মায়মুন, হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন নোমানী, প্রজেক্ট পরিদর্শক মুহতারাম আবু বকর সিদ্দীক ও ইঞ্জিনিয়ার মুহতারাম গোলাম মোস্তফা মামুন মাদ্রাসায় ছাত্রদের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য রাখেন৷
এসময় ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা বিভাগের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিশেষে উক্ত মাদ্রাসার সফলতা কামনায় সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।
এদিকে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান রানা মাদ্রাসার ও মসজিদ পরিদর্শনে ঢাকা থেকে আসা বিশিষ্ট আলেম উলামাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
######