প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২, ২০২৫ সময়ঃ ৩:৪০ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার-দেশ হবে জনতার” এই স্লোগানকে বুকে ধারণ করে গত ১লা জানুয়ারি, বুধবার বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এর আগে ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা স্থানীয় পালের বাজার থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে বাজারসহ আশপাশের সড়ক প্রদিক্ষণ করে পুনরায় বাজারে এসে শেষ হয়।
পরে উপস্থিত ছাত্র জনতা নেতাকর্মীদের উদ্দেশ্যে পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম ও পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অলি আহমেদ, সহ সভাপতি মোঃ আশিক ও ছাত্রদল নেতা মোঃ আবির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের দাবী অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে। বক্তারা আরও বলেন, আগামীতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আল ফাত্তাহ্ খান এর দিক নির্দেশনায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ছাত্রদলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পাগলা থানা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
####