প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৮, ২০২৪ সময়ঃ ১০:৪৪ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকা সরকারী হাসপাতাল থেকে আসাদুর রহমান (৫০) নামে এক কারখানা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ফাতেমানগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আসাদুর রহমান ভালুকা উপজেলার কাঠালী গ্রামে অবস্থিত ইকরাম সোয়েটার্স লিমিটেডে শ্রমিকের কাজ করতেন। শনিবার সকালে তিনি কাজে যোগদানের পর তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। এসময় আমিন নামে এক সহকর্মী বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানান। অনেক খোঁজাখুজির পর টয়লেটের দরজা ভেঙে দেখতে পায় আসাদুর রহমান বাদরুমে কাতহয়ে পরে আছেন। পরে তাকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুরকে মৃত ঘোষণা করেন।
কারখানার সহকারী প্রোডাকশন ম্যানেজার (এপিএম) মো: নাছির উদ্দিন জানান, নিহত আসাদুর রহমান তার ভগ্নিপতি, কিছুদিন আগে তিনি ইকরাম সোয়েটারে চাকরি নেন। তার উচ্চ রক্তচাপ ছিলো, বাদরুমে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, ভালুকা সরকারি হাসপাতাল থেকে ইকরাম সোয়েটারের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউডি মামলার পর ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মোট পড়া হয়েছে: ১৮৬