প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২৪, ২০২৪ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ

Spread the love
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় আমিনুল হক সাজু নামে আ’লীগের এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বনবিভাগের জমি দখল করে বিশাল বাড়ি নির্মাণের অভিযোগে উঠেছে। ঘটনাটি উপজেলার বাঁশিল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাশিল গ্রামের সাবেক ইউপি মেম্বার মৃত আজিজুল হকের বাশিল মৌজার ১২৯ ও ১৮৫ নম্বর দাগসহ বেশ কয়েকটি দাগে ৬ একর ১৯ শতক জমি রয়েছে। যা টেক টিলায় ঘেরা এবং অধিকাংশ জমিই বনবিভাগের দাবিকৃত। বেশ কিছুদিন আগে ১২৯ ন্মবর দাগে ওই মেম্বারের ছেলে আ’লীগের প্রভাবশালী ব্যক্তি গত ইউপি নির্বাচনে ৬ নম্বর ভালুকা সদর ইউনিয়ন থেকে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আমিনুল হক সাজু বিশাল বাড়ি নির্মাণ করছেন। নির্মাণাধিন বাড়িটিতে অন্তত ৭ থেকে ৮ টি রুম হবে বলে স্থানীয়রা জানান। তাছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অমান্য করে ভকেু দিয়ে উচু টিলা কেটে ভূমির শ্রেণী পরিবর্তণ কারারও অভিযোগ রয়েছে। এক সময় ওই উচু টিলায় বহু গজারী গাছ ছিলো। ওই টিলার কিছু অংশের মাটি কেটে নিলেও কালের স্বাক্ষী হিসেবে ওই উচু টিলায় এখনো বিশাল গজারী গাছ দন্ডায়মান রয়েছে।
অভিযুক্ত আমিনুল হক সাজু জানান, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতেই তিনি বাড়ি নির্মাণ করছেন।
ভালুকা রেঞ্জের হাজির বাজার ক্যাম্প ইনচার্জ আব্দুর রহমান জানান, স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com