প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৫, ২০২৪ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার রাইদা নামের পোশাক করাখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গত শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঘটে যাওয়া হামলা, মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। ঝুট ব্যবসা নিয়ে বিরোধে লিপ্ত দুই গ্রæপ ও থানা পুলিশের পক্ষ থেকে গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ভালুকা মডেল থানায় ওই মামলা তিনটি করা হয়। বাদি আবু সাঈদের করা মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই-আড়াইশ জনকে, বাদি রাসেল মন্ডলের করা মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ দুই-আড়াইশত জনকে এবং ভালুকা মডেল থানার এসআই শফিউল্যাহ মীর্জ্জার করা মামলায় ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত এক-দেড়’শ জনকে আসামী করা হয়েছে। এদিকে, শনিবারের ঘটনার পরপরই যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক, ৪টি রাম দা উদ্ধার এবং একটি প্রাইভেটকার ও পুড়ে যাওয়া একটিসহ ১০ টি মোটরসাইকেল জব্দ করে। আটককৃতদের পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল রোববার (১৫ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে। তারা হলেন, উপজেলার লবনকোঠা গ্রামের আলম (৪৪), হবিরবাড়ির খলিলুর রহমান (৩৮), মাহাদি হাসান (২০), আরিফ (৩৮), পাড়াগাঁয়ের দুলু মিয়া (৩০), খায়রুল ইসলাম খান (৪৫), সুমন খান (৩৫), সিডস্টোরের কাওসার আহাম্মেদ (২১) ও নেত্রকোনা দূর্গাপুরের রুবেল মিয়া (৩২)।
পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার শিল্পঞ্চল হবিরবাড়ি এলাকায় দেড় শতাধিক কারখানার অবস্থান। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত রাইদাহ কালেকশন নামের পোষাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে হামলা, ভালুচার অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে, কমপক্ষে ১৫ জন আহত ও ভাচুর করে পুড়িয়ে দেয়া হয় অন্তত ১৪-১৫ টি মোটরসাইকেল। আহতদের মাঝে মজিবর রহমান নামের একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি এবং অন্যান্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে সেনা সদস্য, থানা ও শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, হবিরবাড়ির মাস্টারবাড়ি এলাকায় শনিবার দুপুরের ঘটনায় তিনটি মামলা নেয়া হয়েছে। গ্রেফতারকৃত নয়জনকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামী গ্রেফতারে অভিযান চলছে।