প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১১, ২০২৪ সময়ঃ ৫:২০ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় গায়ের জোরে টিনের ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের নলুয়াকুড়ি গ্রামে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও মৌজায় ১৪৫ নম্বর দাগে ১৮.৫০ শতক জমির দাবিদার স্থানীয় আব্দুল ছালামের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক। ওই দাগে বেশিরভাগ জমিতে বনবিভাগেরও দাবি রয়েছে। তিনি ওই জমি থেকে ৮৫০ শতক জমি একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলামের কাছে বিক্রির জন্যে দুই মাস মেয়াদে বায়না নামা করেন। পরবর্তীতের বায়নানামার নির্ধারিত মেয়াদ শেষ হলে এবং বারবার তাগিদা দেয়ার পরও ক্রেতা শহিদুল ইসলাম জমির অবশিষ্ট টাকা পরিশোধ করেননি। এদিকে, গত শনিবার (০৭ ডিসেম্বর) সকালে শহিদুল ইসলাম লোকজন নিয়ে জোরপূর্বক ঘর তুলে আবু বক্কর সিদ্দিকের জমি দখল করে নেয়। ওই ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে শহিদুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো বেশ ৩/৪ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ করেছেন।
আবু বক্কর সিদ্দিক জানান, শহিদুল ইসলাম গায়ের জোরে ঘর তুলে আমার জমি দখল করে নিয়েছে। আমি এর প্রতিকার দাবি করছি।
ঘর তুলার কথা স্বীকার করে শহিদুল ইসলাম জানান, পাঁচ লাখ টাকায় আবু বক্কর সিদ্দিকের ০৮ দশমিক ৫০ শতক জমি কেনার জন্যে ইতোমধ্যে চার লাখ টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকা জমি রেজিস্ট্রির দিন পরিশোধ করা হবে। ওই জমিতে বনের দাবি আছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে ভালুকা রেঞ্জের দায়িত্বে থাকা জেলা সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইব্রাহিম সাজ্জাদ জানান, ওই বিষয়ে খোঁজ নিয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।