প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১০, ২০২৪ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পুত্রবধূ শাবানা আক্তারকে (২৫) বাঁচাতে গিয়ে বিদ্যুৎষ্পর্শে মারা গেলেন শ^শুর ইউসুফ আলী খান (৬০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায়। ইউসুফ আলী খান একই গ্রামের আয়াত আলী খানের ছেলে। আহত পুত্রবধূকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনার তদন্ত করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদী হাসান খানের স্ত্রী শাবানা আক্তার গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। ওই সময় তার শ^শুর ইউসুফ আলী খান পুত্রবধূকে উদ্ধার করতে যান এবং তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন ইউসুফ আলী খানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় আহত শাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউসুফ আলী খানের ভাতিজা দুলাল শেখ জানান, প্রতিবেশী মকবুল শেখের মালিকানাধীন গাছ কাটার জন্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউসুফ আলী খানের বাড়ির গলিতে রাখা হয় এবং বিদ্যুতের ওই তারে জড়িয়ে তার চাচার মৃত্যু হয়েছে।
তবে মকবুল হোসেনের দাবি, ইউসুফ আলী খান তার বাড়ির পাশের মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী নূর জানান, খবর পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে ঘটনার সত্যতা পান। অভিযোগ পেলে তদন্তের পর আইনী ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহের ভালুকায় পুত্রবধূ শাবানা আক্তারকে (২৫) বাঁচাতে গিয়ে বিদ্যুৎষ্পর্শে মারা গেলেন শ^শুর ইউসুফ আলী খান (৬০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায়। ইউসুফ আলী খান একই গ্রামের আয়াত আলী খানের ছেলে। আহত পুত্রবধূকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনার তদন্ত করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদী হাসান খানের স্ত্রী শাবানা আক্তার গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। ওই সময় তার শ^শুর ইউসুফ আলী খান পুত্রবধূকে উদ্ধার করতে যান এবং তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন ইউসুফ আলী খানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনায় আহত শাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউসুফ আলী খানের ভাতিজা দুলাল শেখ জানান, প্রতিবেশী মকবুল শেখের মালিকানাধীন গাছ কাটার জন্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউসুফ আলী খানের বাড়ির গলিতে রাখা হয় এবং বিদ্যুতের ওই তারে জড়িয়ে তার চাচার মৃত্যু হয়েছে।
তবে মকবুল হোসেনের দাবি, ইউসুফ আলী খান তার বাড়ির পাশের মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী নূর জানান, খবর পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে ঘটনার সত্যতা পান। অভিযোগ পেলে তদন্তের পর আইনী ব্যবস্থা নেয়া হবে।
মোট পড়া হয়েছে: ২৫৬