প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৭, ২০২৪ সময়ঃ ৫:১৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অগ্নিকান্ডে জামান মেডিক্যাল হল নামে একাটি ঔষধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই দোকান থাকা কয়েক লাখ টাকার ঔধষ পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজলার মল্লিকবাড়ি বাজারে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল উপজেলার মল্লিকবাড়ি বাজারের সখিপুর রোডে অবস্থিত কামরুল ইসলামের জামান মেডিক্যাল হলে হঠাৎ অগ্নকান্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানঘরটি বন্ধ থাকায় আগুনের সূত্রপাত কেউ বলতে পারছেন না।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, অগিকান্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং আধাঘন্টা চেষ্টার পর তারা আগুণ নিয়ন্ত্রণে আনেন। দোকানঘরটি বন্ধ ছিলো। তাই আগুনের সূত্রপাত জানা যায়নি।