প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৫, ২০২৪ সময়ঃ ৮:০২ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ভালুকা পৌর বিএনপি’র সাথে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার সময় নতুন বাসস্ট্যান্ড সিটি গার্ডেনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ভালুকা পৌর বিএনপি’র আহবায়ক মোঃ হাতেম খান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক জাকির হোসেন বাবলু, বিশেষ অতিথি জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক যুবনেতা মোঃ রোকনুজ্জামান সরকার রোকন। এসময় ভালুকা পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দব বক্তব্য রাখেন।