প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৯, ২০২৪ সময়ঃ ১০:০৭ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে মাদকসহ দুইজন ও অন্যান্য মামলায় দুইজন আসামি সহ চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার এক প্বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক মামলার দুইজন হলেন, নগরীর দিগারকান্দা ফিশারি মোর এলাকার আব্দুল গফুরের পুত্র খায়রুল ইসলাম (৩৪) এবং আকুয়া মোড়লপাড়া সরদার বাড়ী এলাকার মৃত. লেবু শেখের পুত্র আকরাম শেখ (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
অন্যান্য মামলায় গ্রেপ্তারকৃতরা আসামীরা হলেন, আকুয়া মোড়লপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম সরকারের পুত্র আনোয়ারুল ইসলাম ডানু (৫৫) এবং কোতোয়ালি মডেল থানার কালিকাপুর এলাকার আব্দুর রহমানের পুত্র মোঃ কবির (৩৫)। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।