প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৮, ২০২৪ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিশুদ্ধ ঈমান-আমলের মাধ্যমে আখেরাতে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা নিজেকেই করতে হবে। কোন পীর কারো জান্নাতের জামিন হতে পারেন না। তিনি শরীয়তের ওপর মজবুত থেকে জান্নাতের উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
গত রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গো হাটা মিনি ষ্টেডিয়াম মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি, গফরগাঁও উপজেলা শাখা উদ্যোগে আয়োজিত এক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাজারো মানুষের উপস্থিতিতে আখেরি মোনাজাতের আগে পীর সাহেব তার মুরিদান ও অনুসারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বয়ানে বলেন, শুধু জানা নয়; মানার নাম ইসলাম। এ মাহফিলে বিভিন্ন আলেম-উলামার জবান থেকে আমরা যা কিছু শুনলাম, জানলাম, সে অনুযায়ী আমরা যদি বাস্তব জীবনের আমল করতে পারি, তবেই কেবল সীমাহীন কষ্ট স্বীকার করে এখানের অবস্থান সার্থক হবে। তিনি সবাইকে শিরক ও বিদআত থেকে মুক্ত থেকে সমাজের ভন্ডপীর এবং বাতিল পন্থীদের সম্পর্কে সতর্ক থাকারও নসিহত করেন।

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মাহমুদুল হাসান সালমানীর সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাওঃ মুফতি শামছুদ্দোহা আশরাফী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও থানা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন।
আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওঃ মুফতি কারামত আলী, গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম, গফরগাঁও কোর্ট ভবন মসজিদের খতিব মাওলানা আনোয়ার হুসাইন আসাদী, মাওলানা সামিউল ইসলাম, মাওলানা মাহদী হাসান, মাওলানা মনিরুল ইসলাম।
মাহফিলে বয়ান শেষে মাওলানা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই স্বাধীনতা- সার্বভৌমত্বের হেফাজত এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
######

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com