প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৮, ২০২৪ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ
ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবাস বাহিনীর প্রধান ওমর ফারুক সাবাস ও ৩২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার তাদের মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। পরে কাউন্সিলর সাবাসের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা এলাকার বাসা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করে। এদের ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান।
এদের দুজনের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মোট পড়া হয়েছে: ৮৮