প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৮, ২০২৪ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ

Spread the love

গাজীপুর প্রতিনিধি।।
টঙ্গীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বিতর্কের ঝড় তুলেছেন স্থানীয় এক বিএনপি নেতা। আলোচিত ওই নেতার নাম সরকার জাভেদ আহমেদ সুমন। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি। কোন্ কর্তৃত্ববলে তিনি টঙ্গী পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা চলছে।
এলাকাবাসী জানান, গত ২৫ অক্টোবর দুপুরে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও স্থানীয় ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম জিকু স্কুলমাঠে আনুষ্ঠানিকভাবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যান। এসময় সরকারি কোন কর্তৃপক্ষও সেখানে উপস্থিত ছিলেন না। তাদের এখতিয়ার বর্হিভূত এহেন কর্মকাণ্ডে এলাকায় তোলপাড় শুরু হয়। দলের ভাবমূর্তি ক্ষুন্নের আশঙ্কায় তাৎক্ষনিকভাবে স্থানীয় যুবদল নেতারা স্কুল মাঠে গিয়ে সরকার জাভেদ আহমেদ সুমনের নামাঙ্কিত ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনঅনুষ্ঠানের ব্যানার খুলে নিয়ে অন্যত্র ফেলে দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ও স্থিরচিত্রে দেখা গেছে, বিএনপি নেতা সুমন সরকার কতিপয় অনুসারীকে সাথে নিয়ে স্কুলমাঠে কুদাল দিয়ে কুপ দিয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন করছেন। ওই ভিত্তিপ্রস্তরে ‘পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার জাভেদ আহমেদ সুমন, সভাপতি-টঙ্গী পূর্ব থানা বিএনপি’ নামাঙ্কিত ছিল বলে স্থানীয়রা জানান।
এব্যাপারে টঙ্গী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদ পারভীন বলেন, আমিও বিষয়টি শুনেছি। তবে সেখানে আমাদের কেউ উপস্থিত ছিলেন না। সেখানে নতুন ভবনের লে-আউট প্ল্যান অনুযায়ী বাউন্ডারি নির্মাণের কথা।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন বলেন, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম জিকুসহ দলীয় নেতাকর্মীদের অনুরোধে আমি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছিলাম। সংসদ ও স্থানীয় সরকার পরিষদ বিলুপ্ত হওয়ায় এলাকা এখন নেতৃত্বশূন্য। তাই টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি হিসেবে আমি আনুষ্ঠানিকভাবে স্কুলভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছি। এতে বিতর্কের কী হলো ?
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com