প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৭, ২০২৪ সময়ঃ ১০:১৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৭ অক্টোবর) পাটমহলস্থ বিএনপির কার্যালয়ে সকাল ১০টা থেকে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এসময় জেলা দক্ষিণ যুবদলের তথ্য ও গন শিক্ষা বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, উপজেলা যুবদল নেতা নাজমুল হোসেন এডিসন, সাদ্দাম হোসেন, সজিব, পৌর যুবদল নেতা আল আমিন, এবি সিদ্দিক, রাসেল, মশিউর, মোঃ মফিজ উদ্দিন, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আমির হামজা, পৌর ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক মেহেদী হাসান নাঈম, শরিফ মিয়া,মাহামুদুল হাসান ইমন ও মেহেদী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিনামূল্যে প্রায় ২ শতাধিক লোকের ব্লাডগ্রুপ নির্ণয় ও মেডিকেল চেক আপ করা হয়।
#####