প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৭, ২০২৪ সময়ঃ ৭:০৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা ও পৌরশাখা যুবদলের উদ্যোগে শিবগঞ্জ রোডস্থ দলীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক সরদার মোঃ খুররম।
এসময় পৌর যুবদলের সভাপতি ছাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা, পৌর শাখা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ খোকন মিয়া, জেলা দক্ষিণ যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনসারুল ইসলাম, জেলা দক্ষিণ যুবদলের কুটির শিল্প বিষয়ক সম্পাদক বুলবুল সরকার উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল হাসান, মোঃ শহিদুর রহমান, মো: জালাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, মিজানুর রহমান পল্টন, আল আমিন জনি, উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা, পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, পৌর ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম পাপ্পু প্রমুখ।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে প্রায় দুই শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
###