প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২১, ২০২৪ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাধা দিয়েছেন। ফলে বর্তমানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে।

সোমবার (২১অক্টোবর)  বেলা পৌনে ১২টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, ময়মনসিংহ রেলওয়ের ভূমি কর্মকর্তা ডিও আব্দুস সোবহানের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান এর নেতৃত্বে পূর্ব ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেন।

উচ্ছেদ অভিযানের শুরুতেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশন জামে মসজিদের দোকানপাট উচ্ছেদ শুরু করলে স্থানীয় সাধারণ লোকজন ও মসজিদের মার্কেটের দুই শতাধিক দোকানদার উত্তেজিত হয়ে উচ্ছেদ করতে আসা রেলওয়ে ভূ সম্পক্তি কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওপর চড়াও হয় এবং এক পর্যায়ে ইট পাটকেল নিয়ে ধাওয়া করলে তারা রেলওয়ে থানাতে গিয়ে অবস্থান করছেন। বর্তমানে উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ ও সেনাবাহিনীর একটি টহল টিম উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com