প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৫, ২০২৬ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদীয় আসনে জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমানে সম্মানিত সদস্য এ্যাড. আল ফাতাহ খান আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।
এ বৈধতা খবরে তার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এর আগে, ৪ জানুয়ারী মনোনয়ন যাচাই-বাছাইয়ে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পাগলা থানা যুবদল নেতা ইয়াহিয়া খান বলেন, গণমানুষের নেতা এ্যাড. আল ফাতাহ খান দীর্ঘদিন ধরে ময়মনসিংহ দক্ষিণ জেলাসহ গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে হামলা, নির্যাতনসহ বহু মিথ্যা মামলায় শিকার হয়ে জেল খাটেন। তবুও তিনি বিএনপির নেতৃত্ব থেকে পিছুপা হননি। দলকে ভালোবেসে তিনি এ এলাকায় মানুষকে ভালোবেসে গেছেন। নির্যাতিত নেতাকর্মীদের আইনী সহায়তাসহ আর্থিক সহযোগিতা করে গেছেন।
আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ্যাড. আল ফাতাহ খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আমি গফরগাঁও-পাগলা মানুষকে সাথে নিয়ে সুখী-সমৃদ্ধ গফরগাঁও উপজেলা গড়তে চাই।’
####

