প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৯, ২০২৪ সময়ঃ ১০:৪১ পূর্বাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির অভিযোগে মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) ঢাকার ভাটারা থানার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মুহাম্মদ আমান উল্লাহ ত্রিশাল উপজেলার নলচিরা গ্রামের আহসানুল্লাহ ছেলে।
জানা গেছে, গত ৮ অক্টোবর ২০২৪ তারিখ মুহাম্মদ আমান উল্লাহ তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডি Muhammad Aman Ullah থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে ব্যাপক আঘাত করে এবং এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।
এঘটনায় পরে ৯ অক্টোবর মোশারফ হোসেন ত্রিশাল থানায়
সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। মুসল্লিগণ আমান উল্লাহ আমানকে গ্রেফতারের জন্য আল্টিমেটাম দেয়। কিন্তু ঘটনার পর হতে পোষ্টকারী মুহাম্মদ আমান উল্লাহ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ডিবির ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ সুপার ডিবিকে নির্দেশ দিলে ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা আসামীকে ঢাকার ভাটারা থানার নলতা এলাকায় ভাড়া বাসা হতে শুক্রবারে গ্রেফতার করে।
ওসি আরো বলেন, গ্রেফতারের পর উক্ত অভিযুক্তকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য সংক্রান্ত জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামি আমানুল্লাহ আমান (৪৩)কে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়।