প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২৪ সময়ঃ ৯:২৬ পূর্বাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ বিভাগের এইচএসসি পরীক্ষায় চারটি কলেজের কেউ পাস করেননি। এই চার কলেজে মোট পরীক্ষার্থী ছিলেন আটজন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়।

জানা যায়, ময়মনসিংহের মুক্তাগাছার বাবর রাবেয়া নগর কলেজের ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগেও কেউ পাস করেননি। ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন ও মানবিক বিভাগ থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন।

এ ছাড়াও ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অবস্থিত মজিবুর রহমান কলেজেও একই চিত্র দেখা গেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে একজন এবং মানবিক বিভাগে দুজন শিক্ষার্থী অংশ নিয়েছিল, তবে কেউ পাশ করতে পারেনি।

এ দিকে শেরপুর জেলার শহীদ আবদুর রশিদ কমার্স কলেজে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে পারেননি। আর নেত্রকোনা জেলার আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের দুজন পরীক্ষার্থী অংশ নিয়েও পাস করতে পারেননি।

ময়মনসিংহ বোর্ডে এ বছর পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। বোর্ডের অধীনে ৪টি জেলায় পাসের হার জামালপুর ৬৫ দশমিক ৭৪, ময়মনসিংহ ৯৩ দশমিক ৪৩, নেত্রকোনা ৬২ দশমিক ৯০ এবং শেরপুর ৫৮ দশমিক ০১ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com