প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৪, ২০২৪ সময়ঃ ৮:৪৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে খুরশিদ মহল গ্রামে নাফিজা আয়রা নামে এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে গত রোববার ভোর রাতে ঢাকার ইউনিভার্সাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে শাহানুর আলম রাবু’র মেয়ে। তার বয়স হয়েছিল ৪ বছর ৩ মাস।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চাচা আরিফুজ্জামান রাজু। তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৭ অক্টোবর নাফিজাকে এএমজেড হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ইউনিভার্সাল হসপিটালে আইসিইউতে ও পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রোববার রাত ১টার দিকে নাফিজা মারা যায়।
####