প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৪, ২০২৪ সময়ঃ ১:৪৬ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়  ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা মণ্ডপে পৌরসভা ছাত্রদল প্রশংসনীয় ভূমিকা পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। গত
রোববার বিজয়া দশমীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপ্রতিমা বিসর্জনে শেষ হয়।
এবারের দুর্গাপূজায় গফরগাঁও পৌরসভায় সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের চারটি মন্ডপে পূজারীরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা অর্চনা করেন। এই ক’দিনে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের উৎসবমূখর পরিবেশে পূজা উদযাপনকাল ছিল সবচেয়ে স্বস্তিদায়ক।প্রতিদিন বিপুল দর্শনার্থী প্রতিটি পূজামন্ডপে ভীড় করেছে। এসব নিয়ে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অটুট রেখেছে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিদিন হিন্দু সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকসহ ব্যস্ত ছিল রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
প্রতিদিন মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।
পৌর এলাকার পূজামন্ডপ ঘুরে দেখা গেছে, পৌরসভা ছাত্রদলের আহবায়ক রবিউল আলম পাপ্পু ও সদস্য সচিব মাহমুদুল হাসান সজীব পৌর এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ ও মতবিনিময় করছেন। এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূর আল আহাদ অন্তর, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল সিফাত, আহবায়ক কমিটির সদস্য হাসিবুল ইসলাম নবাব ও মোঃ আল আলামিন প্রমুখ ।
পৌরসভা ছাত্রদলের আহবায়ক রবিউল আলম পাপ্পু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ,সহযোগী সংগঠন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। তাই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পৌর ছাত্রদলের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসব বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিল্পপতি এ‌.বি সিদ্দিকুর রহমান এর নির্দেশনায় মোতাবেক আমরা কাজ করেছি। তিনি নিজেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও খোঁজখবর রেখেছেন।
পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান সজীব জানান, ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন মন্ডপে নিজ নিজ দায়িত্ব পালন করছেন।
আমরা এই সম্প্রীতি সব সময় ধরে রাখতে চাই।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায় ও সাধারণ সম্পাদক অনির চন্দ্র রায় বলেন, আমরা সকল স্বেচ্ছাসেবক ও সহযোগীদের ধন্যবাদ জানাই।
এই শারদীয় উৎসব সুন্দর ও নির্বিঘ্নে সমাপনীর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com