প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১২, ২০২৪ সময়ঃ ৭:০৬ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সাংবাদিকের নাম স্বপন ভদ্র (৫৫)। এ ঘটনায় অভিযুক্ত সাগর (২৫)  নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানাগেছে,  নিহত সাংবাদিক স্বপন ভদ্র ময়মনসিংহের  শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় পরিবারের সদস্যদের সাথে বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এবং তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। তিনি ময়মনসিংহ থেকে প্রকাশিত একটি পত্রিকায় সাংবাদিকতা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে সাগরসহ তিনজন সাংবাদিক স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। এসময় সাগর স্বপন ভদ্রের হাতে কোপ দেন। স্বপন ভদ্র জীবন বাঁচাতে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি পড়ে যান। পরে সাগর স্বপন ভদ্রের ঘাড়ে কোপ দেন। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্বপন ভদ্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বপন ভদ্রকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘কী কারণে এই হত্যাকাণ্ড তা জানার চেষ্টা চলছে। ঘাতক সাগর মাদকাসক্ত ছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com