প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৯, ২০২৪ সময়ঃ ৩:৫৪ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সদ্য সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। মেয়র দায়িত্বে থাকাকালীন বিল্লাল হোসেন সরকারের নামে চাঁদাবাজি, হত্যা, দুর্নীতিসহ নানান অভিযোগে থানায় ৮টি মামলা হয়।

বিল্লাল হোসেন মুক্তাগাছার মনিরাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলদারি, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষ গ্রহণসহ নানা অভিযোগে মুক্তাগাছা থানায় করা একাধিক মামলায় বিল্লালকে আসামি করা হয়। ওই সময়ই আত্মগোপনে চলে যান তিনি।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিল্লাল হোসেনের অবস্থান নিশ্চিত করে র‌্যাব। পরে গতকাল বিকেলে র‌্যাব-১৪–এর একটি দল ঢাকার ভাটারা থানার অধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট আটটি মামলা আছে। বিভিন্ন অভিযোগে এসব মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করে গতকাল রাতেই মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বিল্লাল হোসেন সরকার প্রথমে যুবলীগ এরপর ২০০৫ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলীয় নৌকা প্রতীক নিয়ে ২০২১ সালের ১৬ জানুয়ারি মুক্তগাছা পৌরসভার মেয়র নির্বাচিত হন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com