প্রকাশিত হয়েছেঃ আগস্ট ২৬, ২০২৪ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক কৃষকের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল। গতকাল সোমবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার গোয়ারী গ্রামের বাঁধাভিটায় এই ঘটনাটিন ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ারী গ্রামের বাঁধাভিটার মৃত মানেউল্ল্যাহর ছেলে কৃষক মিয়াজ উদ্দিনের একটি বাছুরসহ গাই গরু ও একটি বড় ষাড় প্রতিদিনের মতো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে যান। ভোররাতে গোয়াল ঘরে শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেতে পান ৩/৪ জনের সঙ্ঘবদ্ধ একটি চুরেরদল সাদা রংয়ের একটি মাহিন্দ্র গাড়িতে উঠিয়ে তার তিনটি গরু নিয়ে যাচ্ছে। এ সময় তিনি ডাক চিৎকার শুরু করলে চোরেরা দেশিয় অস্ত্র উচিয়ে গরুভর্তি গাড়িটি নিয়ে গফরগাঁওয়ের দিকে চলে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক মিয়াজ উদ্দিন জানান, গরুগুলোই ছিলো তার একমাত্র সম্বল। গরুর দুধ বিক্রি করে তিনি সংসার চালাতেন। গরুগুলো চুরি হয়ে যাওয়ায় তিনি এখর নিরুপায়। এ ব্যাপারে তিনি মডেল থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গরু চুরির বিষয়টি তিনি জেনেছেন, তবে লিখিত কোন অভিযোগ পাননি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com