প্রকাশিত হয়েছেঃ এপ্রিল ২৩, ২০২৪ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা সড়ক দুর্ঘটনা রোধে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে কলমে দিকনির্দেশনা দেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে থানাধীন মধুপুর ফিলিং স্টেশন সংলগ্ন নূরে মদীনা মাদ্রাসার পরিদর্শন করেন এবং এ দিকনির্দেশনা দেন। এসময় তারাকান্দা থানার ওসি মোঃ ওয়াজেদ আলী মাদ্রাসা ছাত্রদের সাথে নামাজ পরবর্তী সময়ে রাস্তা পারাপার, ট্রাফিক আইন মেনে চলা এবং দেশের প্রচলিত আইন মেনে চলা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এসময় মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রাস্তা কিভাবে পার হতে হয় তা হাতে কলমে দেখিয়ে দিয়েছেন।
উল্লেখ্য সাম্প্রতিক তারাকান্দা উপজেলার ময়মনসিংহ -শেরপুর সড়কের মধুপুর জামান ফিলিং স্টেশনের পাশে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এবিষয়ে এই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের মাঝে সতর্কতা তৈরি করতে এ উদ্যোগ নিয়েছেন।
মোট পড়া হয়েছে: ১৫০