প্রকাশিত হয়েছেঃ মার্চ ৫, ২০২৪ সময়ঃ ৩:৩০ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নে সাদেকুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদেকুল ইসলাম কাকনী ইউনিয়নের কাকনী গ্রামের আরজ আলীর ছেলে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে বাড়ীর পিছনের লিচু গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।  এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন -সাদেকুল ইসলামের বড়ভাই আনোয়ার হোসেন(৬০) এবং আনোয়ার হোসেনের দুই ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও মোঃ আজাদ মিয়া(২৫)।

এ বিষয়ে কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক তালুকদার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, সাদেকুল ইসলামের পিতা আরজ আলী একজন ধনী কৃষক এবং ৬ সন্তানের জনক। সাদেকুলের বড়ভাই আনোয়ার ও মুসা মিয়া তাদের পিতা আরজ আলীর কাছ থেকে কৌশলে একশত পাঁচ কাঠা জমি লিখে নেয়। সাদেকুল ইসলাম অপরাপর চার ভাইকে সাথে নিয়ে এর বিরোধিতা করে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস করেও আনোয়ার ও মুসা মিয়ার অসহযোগীতার কারণে বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি। এক পর্যায়ে ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পারিবারিক বিরোধের এক পর্যায়ে সাদেকুলের দায়ের আঘাতে আহত হন মুসা মিয়া।এই ঘটনায় ৪ মার্চ (সোমবার)থানায় মুসা মিয়া বাদী হয়ে সাদেকুলকে আসামী করে (মামলা নং -৬)দায়ের করেন। এরপরই ৫ মার্চ(মঙ্গলবার )সকালে নিজ বাড়ীর পিছনের লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সাদেকুল ইসলামের লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, এলাকাসীর সংবাদের ভিত্তিতে নিজ বাড়ীর পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সাদেকুলের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত সকল প্রক্রিয়া চলমান রয়েছে। পূর্বে জমিজমা নিয়ে সাদেকুলের সাথে তার ভাইদের বিরোধের তথ্য রয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com