প্রকাশিত হয়েছেঃ মার্চ ৪, ২০২৪ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, গফরগাঁও আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫০ জন পাট চাষী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান এর সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক মোঃ ওসমান আলী শেখ,
জেলা পাট ও উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সমীর চন্দ্র সওদাগর, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আজমত আলী আকন্দ ও উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন
ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

পাট চাষী প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে প্রশিক্ষকগণ আধুনিক পদ্ধতিতে পাট চাষ, পাটবীজ উৎপাদন, পাট পচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com