প্রকাশিত হয়েছেঃ মার্চ ৪, ২০২৪ সময়ঃ ৬:০১ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার (৪ মার্চ) সকাল ১১টায় আইএফআইসি ব্যাংকের গফরগাঁও উপশাখার আয়োজনে আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয় হল ক্লাস রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংক গফরগাঁও উপশাখার ইনচার্জ যাবের আল পারভেজের সভাপতিত্বে ও উপশাখার অফিসার শিশির বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক আমান উল্লাহ খান। বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী ও গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম মাহমুদ ফারুক, সাংবাদিক রফিকুল ইসলাম খান, আরশাদ আসাদ, মহাবিদ্যালয়ের শিক্ষক, নারী শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এই অনুষ্ঠানে ব্যাংকিং খাতে আর্থিক লেন-দেনে সাক্ষরতার গুরুত্বসহ দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আর্থিক সাক্ষরতা দিবসে নারী শিক্ষার্থী ও নারী উদ্যোক্তাদের ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com