প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৪ সময়ঃ ৯:৩৪ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিয়ের বাড়িতে সেমাই খেয়ে নববধূ ও শিশু-নারীসহ ৪২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩২ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদের মধ্যে গুরুতর অসুস্থ নববধূ পলি আক্তার (১৮), লামিয়া (৯), নুসরাত (৩), জান্নাতুল ফারিয়া (১০) ও বাবুর্চি পারুল (৩৪)।
আজশুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে  উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে এই ঘটনা ঘটে।
উপজেলার রসুলপুর ইউপি চেয়ারম্যান মঈন সরকার এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, দক্ষিণ ভরভরা গ্রামের মফিজ উদ্দিনের প্রবাসী ছেলে রাসেল বৃহস্পতিবার বিয়ে করেন। শুক্রবার সকালে মেহমানদের নাস্তা করানোর জন্য বাজার করতে যান মফিজ উদ্দিন। বাজারে গিয়ে সেমাই, চিনির সাথে ধান ও সবজি ব্যবহৃত থিয়োভিট (ছত্রাকনাশক-ভিটামিন) কিনে আনেন। আনার পর বাড়ির মহিলারা ভূলে থিয়োভিট মিশিয়ে সেমাই রান্না করে মেহমানকে দেন। পরে মেহমানরা সেই সেমাই খেয়ে সকলেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মোট ৩২ জন হাসপাতালে ভর্তি আছে, ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অনেকেই অসুস্থ হয়েছেন। তবে এখন সবাই আশঙ্কামুক্ত আছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com