প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩১, ২০২৪ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচন ২০২৪ এ সভাপতি পদে সোনালী দলের প্রার্থী ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার নির্বাচিত হয়েছেন।

৩০ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত ১টায় ফলাফল ঘোষণা করা হয়েছে। এবছর শিক্ষক সমিতি নির্বাচনে ভোট দিয়েছেন মোট ৪৪৪ জন শিক্ষক। এ বছর নির্বাচনে মোট তিনটি প্যানেল অংশ নিয়েছে।

সভাপতি পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোনালী দলের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী পেয়েছেন ১৪২ ভোট ও অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সোনালী দলের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার পেয়েছেন ১৫১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন পেয়েছেন ১৪৯ ভোট ও অধ্যাপক ড. মো. রফিকুল আলম পেয়েছেন ১৩৬ ভোট। এছাড়াও সহ-সভাপতি পদে কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ পদে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের ড. চয়ন কুমার সাহা, যুগ্ম সম্পাদক-১ পদে একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. তানভীর রহমান, যুগ্ম সম্পাদক-২ পদে ডেইরি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদাকাতুল বারি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আরিফ সাকিল, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালিদ মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মরিয়ম এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ড. মাহফুজা বেগম, অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ২, অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঞাঁ, সহযোগী অধ্যাপক ড. শেখ মোহাম্মদ সায়েম ও অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com