প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১২, ২০২৩ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খান গফরগাঁও থানায় যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
গফরগাঁও থানার আয়োজনে গত সোমবার রাতে থানা কম্পাউন্ডে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন সহ থানার অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।
সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খান গফরগাঁও থানায় সকল অফিসার ও ফোর্সের সাথে পরিচয় ও মতবিনিময় করেন এবং গফরগাঁও থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকলকে একসঙ্গে কাজ করার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।