প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২৩ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)-
ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পারাপারের সময় ব্যাটারীচালিত অটো চাপায় খায়রুল আলম মল্লিক (৭০) নামে কলেজের এক সাবেক অধ্যক্ষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের জাটিয়া গ্রামের বাসিন্দা গাজীপুরের শ্রীপুর আবদুল আউয়াল কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ও ভালুকা উপজেলা আ’লীগের সহসভাপতি খায়রুল আলম মল্লিক উপজেলার হবিরবাড়ি সিডস্টোর তার নিজ বাসা থেকে বের হয়ে ইউনিয়ন আ’লীগ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ব্যাটারীচালিত একটি অটো তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে তিনি মারা যান।
ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান জানান, ময়মনসিংহ হাসপাতালে মারা যাওয়ার পর তারা ঘটনাটি জেনেছেন। তবে অটোচালক বা অটোটি জব্দ করা সম্ভব হয়নি।

ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পারাপারের সময় ব্যাটারীচালিত অটো চাপায় খায়রুল আলম মল্লিক (৭০) নামে কলেজের এক সাবেক অধ্যক্ষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায়।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের জাটিয়া গ্রামের বাসিন্দা গাজীপুরের শ্রীপুর আবদুল আউয়াল কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ও ভালুকা উপজেলা আ’লীগের সহসভাপতি খায়রুল আলম মল্লিক উপজেলার হবিরবাড়ি সিডস্টোর তার নিজ বাসা থেকে বের হয়ে ইউনিয়ন আ’লীগ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ব্যাটারীচালিত একটি অটো তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। খোঁজ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারী হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে তিনি মারা যান।
ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান জানান, ময়মনসিংহ হাসপাতালে মারা যাওয়ার পর তারা ঘটনাটি জেনেছেন। তবে অটোচালক বা অটোটি জব্দ করা সম্ভব হয়নি।
|